ওয়েব ডেস্ক: মেয়েদের ক্রিকেট টিম জায়গা করে নিল এবার আইপিএল-এ। সোমবার থেকেই তাঁদের ম্যাচ শুরু হয়েছে জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে। এই বছর আপাতত ৪টে ম্যাচ হবে। শুধু ভারতেরই নয়, গোটা বিশ্বের সমস্ত মেয়েদের ক্রিকেট টিমই খেলবে এই বছর আইপিএল-এ। প্রতি বছর আইপিএল দেখার জন্য প্রায় ২ মাস ও তারও আগের থেকে চলে টিকিট কাটার পর্ব।
শেষে গিয়ে ব্ল্যাকেও টিকিট বিক্রি হয়। ওমেনস ক্রিকেট টিমের জন্যও ঠিক এই একই রকমের উৎসাহ দেখানো উচিত বলে মনে করেন সবাই। দেশ ও বিদেশের সব বেস্ট প্লেয়ারদের আনা হয়েছে এই টি-২০-এর জন্য। এই বছর তাঁদের ৪টে ম্যাচে দেখার জন্য কোনো টিকিটের ব্যাবস্থা করা হয়নি।
তাই ফ্রিতেই দেখা যাবে এই ওমেনস ক্রিকেট টিমের আইপিএল ম্যাচ। সবাইকে অনুরোধ করা হচ্ছে জয়পুরে গিয়ে তাদের ম্যাচ দেখতে। তাতে খেলোয়াড়দের উৎসাহ বাড়বে। পরের বছর শুধু ৪টে ম্যাচ নয়, তারা যেন খেলতে পারে পুরো সিজনের জন্যই এমনটাই আশা করা হচ্ছে।
এই বছরে তাদের ম্যাচের সময়, দল ও জায়গার তালিকা দেওয়া হল:
6 May, 7:30 PM: Supernovas vs Trailblazers at Sawai Mansingh Stadium, Jaipur.
8 May, 3:30 PM: Trailblazers vs Velocity at Sawai Mansingh Stadium, Jaipur.
9 May, 7:30 PM: Supernovas vs Velocity at Sawai Mansingh Stadium, Jaipur.
11 May, 7:30 PM: Final at Sawai Mansingh Stadium, Jaipur