ওয়েব ডেস্ক: শনিবার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে টনটনে কাউন্টি গ্রাউন্ডে মুখোমুখি নিউজিল্যান্ড-আফগানিস্তান। টানা দু ম্যাচ জিতে বেজায় আত্মবিশ্বাসী কিউয়ি শিবির। সেখানে দু ম্যাচ হেরে অনেকটা চাপে আফাগানিস্তান।
কেন উইলিয়ামসন-রস টেলররা যখন বিশ্বকাপে এগিয়ে যাওয়ার লক্ষ্যে মাঠে নামবে তখন নবি-জাদ্রান-রশিদরা মাঠে নামবেন এই বিশ্বকাপে পয়েন্টের খাতা খোলার লক্ষ্যে। ওপেনাররা সেভাবে পারফর্ম করতে না পারায় ভুগতে হচ্ছে দলকে। তাই ব্যাটসম্যানদের থেকে দায়িত্বশীল ইনিংস আশা করছেন অধিনায়ক গুলবাদিন নইব।
মরার ওপর খাড়ার ঘায়ের মতো চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন আফগান ওপেনার মহম্মদ শাহজাদ। এদিকে দুর্বল আফগানদের বিপক্ষে এগিয়ে থেকে শুরু করলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ কিউয়ি দল। ম্যাচ জিতে আপাতত জয়ের হ্যাটট্রিক করাই লক্ষ্য ব্ল্যাক ক্যাপসদের।