ওয়েব ডেস্ক: শেষ ছবি মুক্তি পাওয়ার পরে কেটেছে ৬টা মাস। কোনো পাত্তা নেই অভিনেতার। এতগুলো দিন কেটে গেছে, অথচ এখনও পর্যন্ত পরের ছবির কোনো ঘোষণাই করেননি তিনি। তাহলে কি এখনও শেষ ছবির অসফলতার সমুদ্রে ডুবে আছেন অভিনেতা?
নিশ্চয়ই এতক্ষণে বুঝতেই পেরেছেন কার কথা বলছি। বলিউডের বাদশা শাহরুখ খান। সম্প্রতি মুক্তি পেল সলমন খানের “ভারত”। এদিকে শাহরুখ-ভক্তদের ধৈর্য্যের বাঁধ যেন ক্রমেই ভাঙছে। বক্স অফিসে “জিরো” মুখ থুবড়ে পড়ার পর থেকে নতুন সিনেমা নিয়ে আর কোনো উচ্চবাচ্যই নেই কিং খানের। তবে শাহরুখ ভক্তদের জন্য আসতে চলেছে একটি সুখবর।
বেশ কিছু মাস ধরেই পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে আলোচনাতে বসতে দেখা যাচ্ছিল শাহরুখকে। সুত্রের খবর, রাজু হিরানির পরের ছবিতে কাজ করতে চলেছেন কিং খান। ছবির গল্পে রোম্যান্টিক ড্রামার ছোঁয়া থাকবে বলেও শোনা যাচ্ছে। যদিও পরিচালক ও অভিনেতা এখনও মুখ খোলেননি এই বিষয়ে।