ওয়েব ডেস্ক: উত্তর সিকিমে মেঘভাঙা বৃষ্টি। ফুঁসছে তিস্তা। বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। প্রশাসনের তরফে জারি করা হয়েছে হাই অ্যালার্ট।
সূত্রের খবর, এই পরিস্থিতিতে লাচেন ও জেমার মধ্যে প্রায় ৬০ জন পর্যটক আটকে পড়েছেন। তাঁদেরকে উদ্ধার করে আপাতত লাচেনেই রাখা হয়েছে।
জানা গিয়েছে, আগামিকাল রাস্তা পরিষ্কার হলে তাঁদেরকে গ্যাংটকে পাঠানো হবে।
আপাতত পর্যটকদের ওই এলাকায় যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রশাসনের তরফে চুংথাং, সিংতাম-সহ একাধিক এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। জেলা প্রশাসন তিস্তার তীরে অবস্থিত উত্তর ও পূর্বের জেলাগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।
পরিস্থিতি অনুযায়ী বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করা হয়েছে।