হুগলি: নিজের ঠাকুমাকে কুপিয়ে খুন করার পর ফেসবুক লাইভ করার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় চুঁচুড়ায়। অভিযুক্ত যুবকের নাম ইন্দ্রনীল রায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে গিয়েছিলেন ওই যুবক। নিজের বাবা-মাকেও মাঝে মাঝেই মারধর করত সে।
রবিবার সন্ধ্যায় হঠাৎ-ই ঠাকুমার উপর চড়াও হয় সে। মারধর করতে শুরু করে বৃদ্ধ ঠাকুমাকে। এরপরেই ধারালো অস্ত্র দিয়ে ঠাকুমাকে একের পর এক কোপ বসাতে থাকে ইন্দ্রনীল। রক্তাক্ত ঠাকুমা লুটিয়ে পড়লে বন্ধ ঘরে সে নিজের ফেসবুকে লাইভ করে মৃত ঠাকুমার দেহ সঙ্গে নিয়ে। খুনের ঘটনা জানতে পেরে যুবকের বাবা-মা-এর চিৎকারে ঘুম ভেঙে যায় প্রতিবেশিদের।
বছর ছাব্বিশের ওই যুবকের কাণ্ডকারখানা দেখে আতঙ্কিত হয়ে পড়েন প্রতিবেশীরাও। প্রথমে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করলেও ঘরের দরজা বন্ধ থাকায় অভিযুক্ত ইন্দ্রজিৎ-কে গ্রেফতার করতে পারেনি। পরে দমকলের চেষ্টায় দরজা ভেঙে ইন্দ্রজিৎ-কে হেফাজতে নেয় পুলিশ। তবে কি কারণে সে তার ঠাকুমাকে খুন করল তা এখনও স্পষ্ট নয়। প্রতিবেশীরাও তার কার্যকলাপ সম্পর্কে কিছু বলতে পারেননি।