Date : 2023-06-06

প্রেম করছেন সোহিনী- অনির্বাণ!

ওয়েব ডেস্ক: বেশ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে হইচইয়ের নতুন ওয়েব সিরিজ, ‘মানভঞ্জন’-এর ট্রেলার।

সেখানে সোহিনী সরকার ও অনির্বাণ ভট্টাচার্যকে আবারও একসঙ্গে দেখতে পেয়ে বেশ খুশি ভক্তরা।

কারণ এমনিতেই ইন্ডাস্ট্রিতে এই দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জনের শেষ নেই।

তার ওপর আবার প্রেমের দৃশ্যে দেখা যাবে ওদের এই ওয়েব সিরিজে।

শুক্রবার মুক্তি পেল ‘মানভঞ্জন’-এর একটি গান। রবিঠাকুরের, ‘ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে’।

বাউলের ছোঁয়া গানটিতে এক নতুন চমক এনেছে।

এছাড়াও সোহিনীর লিপে গানটি অন্য এক রূপ পেয়েছে।

পুরো গানটিতে সোহিনী ও অনির্বাণের প্রেমের দৃশ্য মন ভরিয়েছে তাদের ভক্তদের।