Date : 2021-12-02

খোঁজ মিলল অনির্বাণ ভট্টাচার্যের রিয়েল লাইফ নায়িকার…

ওয়েব ডেস্ক: টলিউডের সবথেকে হ্যান্ডসম নায়ক কে? প্রশ্নটা শুনলেই মাথায় আসে বেশ কয়েকটা নাম। যেমন- আবির, পরমব্রত, দেব, জিৎ প্রমুখ। ইদানিং এই তালিকায় যোগ হয়েছে একটি নতুন নাম।

তিনি আর কেউ নন, অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণ কার সঙ্গে প্রেম করছেন? এর সঠিক উত্তর খোদ নায়কের কাছ থেকে পাওয়া তো সম্ভবই নয়। তবে হাওয়ায় ভেসে আসে অনেক কথাই।

গুঞ্জন শোনা যাচ্ছিল যে সোহিনী সরকারের সঙ্গে তার সম্পর্কের কথা। যদিও এই কথা বেমালুম উড়িয়ে দিয়েছেন দুজনেই। তারা শুধুই বন্ধু, এই ধুনই গেয়ে যান তাঁরা।

রিল লাইফে তো সোহিনীই অনির্বাণের নায়িকা, তবে অনির্বাণের রিয়েল জীবনের নায়িকা কে? যদিও বারংবার অনির্বাণ এটা বলেছেন যে তিনি একটি স্টেডি সম্পর্কে আছেন।

সূত্রের খবরে পাওয়া গেল, অনির্বাণের প্রেমিকার নাম। তিনি সিনেমা জগতের কেউ নন, থিয়েটারে অভিনেত্রী। নাম, মধুরিমা গোস্বামী। বিখ্যাত মূকাভিনয় শিল্পী নিরঞ্জন গোস্বামীর মেয়ে তিনি।

রবীন্দ্রভারতীতে অনির্বাণের জুনিয়র ছিলেন তিনি। সেখান থেকেই আলাপ, বন্ধুত্ব এবং প্রেম। পরে মধুরিমা, অনির্বাণরা মিলেই তৈরি করেন সঙঘারাম হাতিবাগান দলটি।

সেখানে অভিনয় ও পরিচালনা উভয়ই করেন মধুরিমা। তবে মধুরিমা সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্য বলেন না অনির্বাণ।

শোনা গেছে, চলতি বছরের শেষে বা পরের বছরেই চার হাত এক হতে চলেছে।