Date : 2024-04-20

হোয়াটসঅ্যাপ স্টেটাস এবার শেয়ার করা যাবে ফেসবুকেও…

ওয়েব ডেস্ক: হোয়াটসঅ্যাপ এখন সর্বচ্চ ব্যবহারকরী একটি অ্যাপ্লিকেশন।

২০১৭ সালে প্রথম হোয়াটসঅ্যাপ স্টেটাস দেওয়ার অপশনটি আনে। সেটা বেশ জনপ্রিয়ও হয়। তবে এবার হোয়টসঅ্যাপ আনতে চলেছে আরেকটি ফিটার।

যেখানে আপনি হোয়াটসঅ্যাপে দেওয়া স্টেটাস শেয়ার করতে পারবেন ফেসবুক সহ আরও অন্যান্য অ্যাপেও। আপাতত পরীক্ষামূলক ভাবে ব্যবহার করা হচ্ছে এই অপশনটি। পরে অ্যাপটি আপডেট করলেই ব্যবহার করতে পারবেন আপনিও।

সারা পৃথিবী জুড়ে প্রায় ৫০ কোটিরও বেশি মানুষ এই অ্যাপটি ব্যবহার করে। যাদের হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন, তাঁরা আগেই এই আপডেটটি পেয়ে যাবে। ফেসবুক ছাড়াও হোয়াটসঅ্যাপ থেকে স্টেটাস শেয়ার করা যাবে জিমেল, গুগল ফোটোস, ইন্সটাগ্রাম ইত্যাদিতেও।