Date : 2022-12-03

এ কোন রূপে দীপিকা?

ওয়েব ডেস্ক: অবশেষে শেষ হল ‘ছপ্পক’এর শুটিং। সিনেমাটির কথা ঘোষণার দিন থেকেই দর্শককুল থেকে শুরু করে, গোটা বলিউড সবাই ছবিটির বড় পর্দায় আসার দিন গুনছে। অ্যাসিড অ্যাটাকে আক্রান্ত লক্ষ্মী আগারওয়ালের এই বায়োপিকে প্রধান চরিত্রে আছেন দীপিকা পাডুকোন।

শুটিং শেষ ‘ছপ্পক’এর। সবে একধাপ পেরিয়েছে এই ছবি। তবে এখনও বাকি অনেকটা পথ। ছবির পরিচালক মেঘনা গুলজার পোস্ট করেছেন ছবির শুটিং-এর কয়েকটি বিশেষ মুহুর্তের ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘মালতি…আনমোল..সব সময় ওদের মনের মধ্যে বয়ে নিয়ে বেড়াব… ধন্যবাদ সবাইকে, ছবিটির উপর ও আমার উপর বিশ্বাস রাখার জন্য’।

ছবিতে এত সুন্দরভাবে প্রস্থেটিককের ব্যবহার করা হয়েছে যে দীপিকাকে দেখে চেনার উপায় নেই। আগামী বছর জানুয়ারীর ১০ তারিখ সম্ভবত মুক্তি পেতে চলেছে ছবিটি।