Date : 2023-10-02

চিনে ভয়াবহ ভূমিকম্প, মৃত কমপক্ষে ১১

ওয়েব ডেস্ক: জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল চিন। মৃত কমপক্ষে ১১।আহত প্রায় ১২২ জন। ধ্বংসস্তূপ সরিয়ে দ্রুত চলছে উদ্ধারকাজ।

সোমবার রাতে ৩০ মিনিটের ব্যবধানে দুটি জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ-পশ্চিম সিচুয়ান প্রদেশ। রাজধানী চেংডু-সহ উল্লেখযোগ্য সব শহরেই প্রবল কম্পন অনুভূত হয়।

সূত্রের খবর এই ভয়াবহ ভূমিকম্পে ফাটল ধরেছে বেশ কয়েকটি বহুতলে।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, প্রথমে ৫.৯ তীব্রতার ও তার আধ ঘণ্টা পর ৫.২ তীব্রতার ভূমিকম্প হয়।

দুটির উপকেন্দ্রই ছিল ছাগনিঙের কাছে এবং ১০ কিমি গভীরে।জানা গিয়েছে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফ্টার শকও হয়।

সোমবারের পর মঙ্গলবারও কেঁপে উঠেছে ওই এলাকা। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.২।

প্রসঙ্গত, ২০০৮ সালে সিচুয়ানে বিরাট এক ভূমিকম্পে প্রাণ গিয়েছিল ৭০,০০০ মানুষের।