ওয়েব ডেস্ক: কাজ করছেন হঠাৎ বেজে উঠল আপনার ফোন। কিছুর একটা নোটিফিকেশন এলো। কাজের চাপে আপনি বিষয়টাকে এড়িয়ে গেলেন। কিন্তু দেখলেন বারবার অগুনতি নোটিফিকেশন এসেই চলেছে। সেই সময় বিরক্তির আর শেষ থাকে না। বর্তমানে যোগাযোগের অন্যতম একটি ডিজাটাল প্ল্যাটফর্ম হল হোয়াটসঅ্যাপ। লক্ষ লক্ষ মানুষ এই অ্যাপটি ব্যবহার করে থাকেন।
কিন্তু বন্ধুরা আপনাকে মাঝে মধ্যে না জিজ্ঞেস করে অ্যাড করে ফেলে বিভিন্ন গ্রুপে। অনেক সময় লজ্জার খাতিরে সেখান থেকে লেফ্টও করা যায় না। তবে কাজের সময় অযথা নোটিফিকেশন বড়ই বিরক্তির সৃষ্টি করে। তাই এবার এই যাতনা থেকে মুক্তি পাওয়ার উপায় এনে দিয়েছে হোয়াটসঅ্যাপ।
তার জন্য আপনাকে মানতে হবে কিছু নির্দেশিক। তাহলেই পাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়া থেকে মুক্তি। কী সেই নির্দেশিকা দেখে নেওয়া যাক: