Date : 2024-04-26

ICC world cup 2019: প্রোটিয়াদের বিরুদ্ধে কোমর বাঁধছে বাংলাদেশ

ওয়েব ডেস্ক: বিশ্বকাপ যুদ্ধে রবিবার প্রথম অভিযান শুরু করতে চলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। যদিও প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে অনেকটাই বিপর্যস্ত প্রোটিয়া শিবির। রবিবারের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দু প্লেসিস-রাবাদারা।ডেল স্টেইন না থাকায় প্রথম ম্যাচে বোলিং নিয়ে চাপের মুখে পড়তে হয়েছে প্রোটিয়া অধিনায়ক ফাফ দুপ্লেসিসকে। শুরুর দিকে পিচে সুইং থাকবে।

তাই স্টেইন ফিরলে টস জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিতে পারেন প্রোটিয়ারা। যদিও সবটাই নির্ভর করছে টিম ম্যনেজমেন্টের উপর। ম্যাচের আগে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

গত ম্যাচে আর্চারের বলে চোট পেলেও এখন সুস্থ হাসিম আমলা। এখন তাদের মুল লক্ষ্য শুধুই বিশ্বকাপের ময়দানে পয়েন্টের খাতাটা খুলে ফেলা। অন্যদিকে বাংলাদেশ তৈরি জায়েন্ট কিলার হয়ে নিজেদের ফের একবার তুলে ধরতে।

প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে হারলেও বিশ্বের এক নম্বর অল রাউন্ডার শাকিব আলি হাসানে ভরসা রেখেছে বাংলাদেশ। ২০০৭ -এর সুপার এইট স্টেজে দক্ষিণ আফ্রিকাকে বাড়ি ফেরানোর স্মৃতি ফের উষ্কে দিচ্ছে তাদের।

ওভালের মাঠে মাহমুদুল্লাহদের নাগিন ড্যান্স দেখতে পাওয়া যাবে কিনা তার উত্তর সময়ই দেবে। প্রসঙ্গত, বিশ্বকাপে তিনবার বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সাক্ষাৎ-এ দুবার জিতেছে দক্ষিণ আফ্রিকা, শুধু ১ বার বাংলাদেশ।