Date : 2024-04-24

ICC World Cup 2019: ওল্ড টার্ফোর্ডে ভারত-পাক টক্কর

ওয়েব ডেস্ক: রবিবার বিশ্বকাপের মেগা ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতের বিপক্ষে খাতাই খুলতে পারেনি আক্রম, শোয়েব, সরফরাজ, আহমেদরা। সেই ৯২ থেকে শুরু, ২০১৫তেও এই ম্যাচে জয়ের দেখা পায়নি পাক দল। আরও একটা মৌকা মিলেছে, এবার খাতা খুলবে। বিরাটদের অবশ্য প্রেস্টিজ ফাইট, পাকিস্তানকে বিন্দুমাত্র সুযোগ দিতেও তারা প্রস্তুত না। বরং কচুকাটা করে বিশ্বকাপে আয়োজিত থাকার লক্ষ্যে অবিচল রোহিত-ভুবিরা। একঝলকে বিশ্বকাপে দুই দলের পরিসংখ্যান।

হেড টু হেড

মোট ম্যাচ

ভারত

পাকিস্তান

২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে শেষবারের সাক্ষাত জিতেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। একঝলকে দেখে নেওয়া যাক একদিনের ফর্ম্যাটে জয়ের নিরিখে কে কোথায় দাঁড়িয়ে-

হেড টু হেড (ওডিআই)

মোট ম্যাচ ১৩১

পাকিস্তান ৭৩

ভারত ৫৪

অমীমাংসিত ৪

সাম্প্রতিক পারফরমেন্সের দিক থেকে অবশ্য এগিয়ে রয়েছে ভারতই। শেষ ১০ বারের সাক্ষাত কে কোথায় দাঁড়িয়ে দেখে নেব-

শেষ ১০ ম্যাচ

ভারত ৬

পাকিস্তান ৪

ওল্ড টার্ফোর্ডে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে আরও একধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে এবার টিম ইন্ডিয়া।