Date : 2024-03-29

ICC World Cup 2019: ভারত-পাক প্লাস মাইনাস

ওয়েব ডেস্ক: সুপার সান্ডের ভারত-পাক মেগা ডুয়েলের আগে শক্তির জায়গায় ঝালিয়ে নেওয়ার পাশাপাশি দুর্বলতার দিক মেরামোতিতে জোর দুই পক্ষেরই। শিখরের অনুপস্থিতি যেমন ভারতের মাথা ব্যাথার কারণ, তেমনই আমির ছাড়া অধিকাংশ বোলারদের অফ ফর্ম নিয়ে চিন্তায় পাক শিবির। চোখ রাখা যাক ভারতের শক্তি ও দুর্বলতার দিকগুলোয়।

ভারতের শক্তি

বিশ্বকাপের শুরু থেকেই রোহিত শর্মার রানের মধ্যে থাকা

বুমরার পাশাপাশি ভুবনেশ্বর কুমারের দুরন্ত ফর্ম

ধোনি-হার্দিক সমন্বিত শক্তিশালী মিডল অর্ডার

ভারতের দুর্বলতা

৪ নম্বরে নয়া ব্যাটসম্যানকে প্রোমোট করা

ওপেনিংয়ে লোকেশ রাহুলের বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে পাওয়া

কুলদীপ যাদবের ধারাবাহিকতার অভাব

অন্যদিকে পাকিস্তানেরও শক্তির পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে রয়েছে দুর্বলতা

পাকিস্তানের শক্তি

মহম্মদ আমিরের দুরন্ত ফর্মের মধ্যে থাকা

ইমাম উল হক-বাবর আজম রানের মধ্যে রয়েছেন

সরফরাজ আহমেদের অধিনায়কত্বে দলের সঙ্ঘবদ্ধ থাকা

পাকিস্তানের দুর্বলতা

মহম্মদ আমিরের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে যাওয়া

টপ অর্ডার ফ্লপ হলে, মিডল অর্ডারের ভেঙে পড়া

শোয়েব মালিকের লাগাতার খারাপ পারফর্মেন্স

শক্তি দুর্বলতা ছাপিয়েও ভারত-পাক ম্যাচ সব সময়ই স্নায়ুযুদ্ধের ম্যাচ। তাই রবিবারের ম্যাচে যে দলের ক্রিকেটররা স্নায়ুচাপ ধরে রাখতে পারবে, তারাই করবে বাজিমাত মত প্রাক্তনীদের।