Date : 2024-03-29

আত্মবিশ্বাস নয়, বরং বাড়তি সতর্কতা নিয়েই বুধবার বিশ্বকাপে পদার্পণ ভারতের

ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই ২০১৯ ক্রিকেট বিশ্কাপের প্রথম অঘটন ঘটিয়ে ফেলেছে বাংলাদেশ। দঃ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের জয়লাভ দেখে তাল ঠুকেছে ভারতীয় ক্রিকেট দলও। বুধবার প্রোটিয়াদের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু ভারতীয় দলের। শেষ দুই ম্যাচে আশানুরুপ ফল করতে পারেনি দঃ আফ্রিকা। ইংল্যান্ড এবং বাংলাদেশ দুই দলই প্রোটিয়া প্রেস অ্যাটাকের বিপক্ষে ৩০০র উপর রান তুলেছে, যা কিছুটা আশার বাণী ভারতীয় দলের কাছে। তবে বুধবারের ম্যাচের আগে অনেকটাই সতর্ক বিরাট-রোহিতেরা।

বুধবারের ম্যাচে ডেল স্টেইন খেললে ফল হতে পারে অন্য, ফিরছেন হাসিম আমলাও। প্রথম দুই ম্যাচে জয়ের মুখ না দেখতে পাওয়ায় ভারতীয় দলের বিপক্ষে মরিয়া লড়াই দেবে দুপ্লেসিরা। তাই অতিরিক্ত আত্মবিশ্বাস নয়, বরং বাড়তি সতর্কতা নিয়েই বুধবার মাঠে নামতে চলেছেন বিরাটবাহিনী। ইতিমধ্যেই বিরাটকে অপরিণত ক্রিকেটারের আখ্যা দিয়েই এই ম্যাচের টিআরপি দ্বিগুণ বাড়িয়েছেন প্রোটিয়া পেসার কাজিসো রাবাদা।

তাই ব্যাক্তিগত দিক থেকে মাঠেই জবাব দেওয়ার পালা ভারতীয় অধিনায়কের। ৪ নম্বরে আসবেন কেদার যাদবই। ৬-এ মাহি, তবে সাতে কে? পান্ডিয়া নাকি শঙ্কর? সব বিষয় নিয়ে ম্যাচের আগের দিনই সিদ্ধান্ত নিয়ে নিতে পারে ভারতীয় টিঙ্ক ট্যাঙ্ক। সব মিলিয়ে মেগা ম্যাচের আগে দম ফেলারও ফুরসত নেই ব্লুজ টিম ম্যানেজমেন্টের।