Date : 2022-09-29

ICC World cup 2019: একনজরে ভারত-নিউজিল্যান্ড হেড টু হেড

ওয়েব ডেস্ক: ট্রেন্ট ব্রিজে বৃহস্পতিবার বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। ওয়ার্ল্ড কাপে মেগা ম্যাচে নামার আগে দু দলই আত্মবিশ্বাসে ভরপুর। বিশ্বকাপে দুই দলের মুখোমুখি সাক্ষাতে এক সুতোর ফারাকে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। ২০০৩ বিশ্বকাপে শেষবারের মুখোমুখি সাক্ষাতে জিতেছিল সৌরভের ভারত। ১৬ বছর পর বিশ্বকাপে, দুই দলের ফের মুখোমুখি হওয়ার আগে কার ঝুলিতে কটা জয় রয়েছে, চলুন দেখে নেওয়া যাক।

বিশ্বকাপে হেড টু হেড

মোট ম্যাচ ৭

ভারত ৩

নিউজিল্যান্ড ৪

এতো গেল বিশ্বকাপে দু দলের মুখোমুখি সাক্ষাতের হিসেব, এবার দেখে নেওয়া যাক ১৯৭৫ সাথেকে শুরু হওয়া দুই দলের একদিনের ক্রিকেট যুদ্ধে কে কটায় এগিয়ে।

একদিনের ফর্ম্যাটে হেড টু হেড

মোট ম্যাচ ১০৬

ভারত ৫৫

নিউজিল্যান্ড ৪৫

টাই ১

অমীমাংসিত ৫

শেষ ১০ বারের সাক্ষাতে অবশ্য কিউযিদের টেক্কা দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ব্যবধানটাও নেহাত কম নয়। দেখে নেওয়া যাক, শেষ ১০ বারের সাক্ষাতে কে কোথায় দাঁড়িয়ে……

শেষ ১০ ম্যাচ(জয়)

ভারত ৭

নিউজিল্যান্ড ৩

সাম্প্রতিক ফর্মের নিরিখে এগিয়ে থাকার ট্রেন্ড বজায় রাখার লক্ষ্যে বিরাটরা। অন্যদিকে উইলিয়ামসনরাও তৈরি বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ের ব্যবধান আরও বাড়িয়ে নিতে।