Date : 2024-04-27

ICC World Cup 2019:সোমবার ট্রেন্ট ব্রিজে মরগ্যান-সরফরাজ দ্বৈরথ

ওয়েব ডেস্ক: প্রথম ম্যাচে দুরন্ত জয়লাভের পর বেশ কিছুটা আত্মবিশ্বাসী ইংল্যান্ড। সোমবার গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড মুখোমুখি হতে চলেছে পাকিস্তানের। ট্রেন্ট ব্রিজে ভারতীয় সময় বিকেল ৩টেয় ম্যাচ শুরু। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লজ্জার হারের পর বেশ কিছুটা ব্যাকফুটে রয়েছে সরফরাজরা। ইংল্যান্ড, যারা দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে হারিয়েছে সেই জোফ্রা আর্চার-ক্রিস ওকসরাই এবার পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী।

প্রথম ম্যাচেই পাকিস্তানের ব্যাটসম্যানরা অসহায় হয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে সেখানে ইংল্যান্ডের সঙ্গে এঁটে উঠতে গেলে বেশ কিছুটা পোক্ত হতে হবে পাকিস্তানের ব্যাটিং বিভাগকে। ইংল্যান্ডের দলে এমনিই পেসারের ছড়াছড়ি।

পাক ব্যাট শক্ত হাতে কে ধরতে পারে ম্যাচ শুরুর আগে এই অঙ্কই কষছে পাক শিবির। ওক্সদের সামলে ওঠা যাবে বলে আশাবাদী পাক কোচ মিকি আর্থার। প্রথম ম্যাচে দল থেকে শোয়েব মালিক বাদ পড়া নিয়েও উঠেছে প্রশ্ন।

চ্যাম্পিয়নস ট্রফির জয়ের মালিক সরফরাজ হঠাৎ-ই বিতর্কে জড়িয়ে পড়ছেন। ইংল্যান্ড অবশ্য ফুরফুরে মেজাজে। পেস অ্যাটাক দিয়েই কাবু করতে পারবেন পাক শিবিরকে এমনটাই মনে করছেন জোফ্রা আর্চাররা। এরপর ভারত,অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষকে ময়দানে পেতে চলেছে ইংল্যান্ড, তাই তাদের মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানের বিরুদ্ধে জয় ছাড়া কিছুই ভাবছে না ইংল্যান্ড।