ওয়েব ডেস্ক: বউয়ের সঙ্গে কি তাহলে চলছে অশান্তির জের?
কেন হঠাৎ বাড়ি ফেরাটা কঠিন বলে মনে হচ্ছে শাহিদের?
না, ব্যক্তিগত কোনো ঘটনার জেরে এই কথাটি বলেলনি কবীর সিং-এর নায়ক। কথাটি তিনি বলেছেন, কবীর সিং-এর চরিত্রটি সম্মন্ধে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বললেন, “কবীর সিং-এর চরিত্রটি আমার জন্য খুবই চ্যালেজ্ঞিং ছিল।
কারণ যখন “উড়তা পজ্ঞাব” করেছিলাম তখন আমি সিঙ্গল ছিলাম। একা থাকতাম। কোনো দায়িত্ব ছিল না। কিন্তু কবিরের চরিত্রে অভিনয় করে বাড়িতে আসার পরে আমায় বাড়ির স্বাভাবিক ও সুস্থ পরিবেশে থাকতে হত। আমি তেমন ভাবে থাকতে পারতাম না যেভাবে আমি থাকতে চাইতাম। বাড়িতে আমার দুটো ছোটো ছেলে মেয়ে আছে, আমায় তাদের সামনে আবার তাদের বাবা হিসেবে সময় দিতে হত। আমার কাছে সেই সময়গুলোতে বাড়ি ফেরাটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তাই এরকম একটা চরিত্রে অভিনয় করার আগে আমি বারবার ভেবেছিলাম এটা আমার করা উচিৎ কিনা”।
এই শুক্রবার মুক্তি পেতে চলেছে কবীর সিং। কবীর সিং-এর রিভিউ পেতে গেলে অবশ্যই চোখ রাখতে হবে শনিবার আর প্লাস ওয়েবের পেজে।