ওয়েব ডেস্ক: আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হতে চলেছে ২০১৯ জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষার ফলাফল। দুপুর ১টা থেকে জয়েন্ট এন্ট্রেন্স বোর্ডের সভাপতি সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণার বিষয়ে জানান। দুপুর ২ টো থেকে ওয়েব সাইট গুলিতে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। এবছর জয়েন্ট পরীক্ষা হয়েছিল ২৬ মে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ১৫ হাজার।এবার জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষায় রাজ্যের বাইরের পরীক্ষার্থীর সংখ্যা ৪০ শতাংশ। পরীক্ষা হওয়ার ঠিক ২৪ দিনের মধ্যে প্রকাশ করা হচ্ছে ফলাফল। সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়রিং কলেজগুলিতে কাউন্সিলিং প্রক্রিয়া ফলাফল ঘোষণার পর থেকেই শুরু হয়ে যাবে। উচ্চ-শিক্ষা ও ক্যারিয়ারের কথা ভেবে জয়েন্টের ফলাফলের দিকে তাকিয়ে আছেন অধিকাংশ ছাত্র-ছাত্রীরা।
জয়েন্টের ফলাফল জানতে ক্লিক করুন এই লিঙ্কে….
ফের কলকাতাকে টেক্কা দিয়ে জয়েন্ট এন্ট্রেন্সে মেধা তালিকায় প্রথম স্থানে জায়গা করে নিয়েছেন দুর্গাপুরের সোহম মিস্ত্রি।তবে হার মানেনি শহরের মেধাও, জয়েন্ট পরীক্ষায় দ্বিতীয় স্থানে রয়েছেন কলকাতার তমজিৎ বন্দ্যোপাধ্যায়। তৃতীয় স্থানে রয়েছেন দুর্গাপুরের কৌস্তভ সেন। জয়েন্টের মেধা তালিকায় প্রথম দশের মধ্যে ৫ জনই কলকাতার পরীক্ষার্থী।