Date : 2024-04-23

৭০ লক্ষ টাকা আয় কচুরির দোকানের মালিকের…

ওয়েব ডেস্ক: সকালবেলা ঘুম থেকে উঠে যে কচুরি খান, তা জানেন কি আপনার পাড়ার কচুরির দোকানের মালিক কতো টাকা রোজগার করে?

তা জানবেন কি করে? জানাটা অস্বাভাবিকই। কিন্তু যদি হঠাৎ একদিন শোনেন যে দোকানের মালিকটি প্রায় ৭০ লাখ টাকার মালিক, তাহলে কেমন চমক লাগবে?

না, এখনই চমকাবেন না।

এরকমই একটি ঘটনার সম্মুখিন হয়েছে উত্তরপ্রদেশের আলিগড়। প্রায় ১০-১২ বছর ধরে মুকেশ নামক ওই ব্যাক্তি তাঁর কচুরির দোকানটি চালাচ্ছেন। আয়কর বিভগের অফিসাররা এমন একটি খবর পেয় যান মুকেশের সঙ্গে কথা বলতে। তাদের সঙ্গে কথা বলে মুকেশ জানান যে তিনি জানেনই না যে সরকারকে জি.এস.টি. দিতে হয়।

তাই তিনি কোনোদিনই টাকা দেননি। তবে আয়কর দপ্তরের মতে ৭০ লাখ নয় ওনার জিম্মায় আছে প্রায় ১ কোটি টাকারও বেশি। ভাবুন অবস্থা। আপনারা সারা জীবন কাটিয়ে দিচ্ছেন চাকরি করে, আর ট্যাক্স দিয়ে। এদিকে এই কচুরির দোকানের মালিক এতগুলো টাকা জমিয়ে ফেলল। আপনি কি করলেন বলুন তো!