ওয়েব ডেস্ক: আগামীকাল ঈদ। সলমন ভক্তদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। মুক্তি পেতে চলেছে সলমন ক্যাটরিনা অভিনীত এই বছরের সবথেকে বড় ব্লকবাস্টার সিনেমা “ভারত”। কি বলছে ছবির কলাকুশলীরা? কতটা উত্তেজিত তারা? কতটাই বা ভয়ে আছেন ছবি সাফল্য নিয়ে?
এই প্রশ্নগুলি জি়জ্ঞেস করা হলে ক্যাটরিনা জানান যে, তাঁর নাকি রাতের ঘুমই উড়ে গিয়েছে চিন্তায়। যেহেতু বুধবারেই ছবির মুক্তি তাই মঙ্গলবার রাতে তো ঘুম হবেই না, একটি সাক্ষাৎকারে এমনটাই বলেন ক্যাট। অন্যদিকে সলমন খান আবার অন্য সুর গাইছেন।
ভারত নিয়ে তাঁর অগাধ আত্মবিশ্বাস। একটি সাক্ষাৎকারে তিনি বললেন, ভারত নিয়ে তিনি খুবই আশাবাদী। আর এমনিও এখন সলমনের স্টারডম মিলিয়ে যাওয়ার সময় আসেনি। তাই “ভারত” যে বক্সঅফিসে বেশ ভালো জায়গা করতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহই নেই তাঁর।