ওয়েব ডেস্ক: সামনে নীল সমুদ্র। নীল বিকিনি পরে দাঁড়িয়ে এক লাস্যময়ী। তিনি আর কেউ না ক্রিতি স্যানন। তাঁর এই ছবি ইতিমধ্যেই কেড়েছে নেটিজেনদের রাতের ঘুম। বন্ধুদের সঙ্গে মালদ্বীপে ঘুরতে গিয়েছেন এই নায়িকা। তারই ছবি পোস্ট করলেন নিজের স্যোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
ক্যাপশন দিয়েছেন, “Vibing with my tribe”। কালো রঙের হল্টার নেক বিকিনিতে বালিতে বসে আছেন তিনি, এমন ছবিরও দেখা মিলল। তবে বন্ধুদের সঙ্গে তিনি যে চুটিয়ে মজা করছেন সেটা প্রতিটি ছবিতে ক্রিতির মুখের হাসিই বলে দিচ্ছে।
তবে এখানেই শেষ নয়। ক্রিতিকে দেখা গেল বন্ধুদের সঙ্গে মালদ্বীপের রাস্তায় সাইকেল চালাতেও। নিজেই পোস্ট করলেন সেই ভিডিও। ক্যাপশনে লিখলেন, “finally! #Maldives”।
“লুকাছুপি” ছবিটি বক্সঅফিসে দারুণ ফল করার পর তাঁকে দেখা গিয়েছিল “কলঙ্ক” ছবিতে একটি ডান্স নাম্বার করতে। তবে আপাতত ক্রিতি কাজ করছেন “পানিপথ” ছবিতে। এছাড়াও পরবর্তীতে ক্রিতির হাতে আছে আরও দুটি ছবি। “হাউজফুল ৪” ও “অর্জুন পাটিয়ালা”। খুব কম সময়ই ইন্ড্রাস্টিতে সবার মন জিতে নিয়েছেন বছর ২৮এর এই নায়িকা।