Date : 2021-03-03

হলুদ গাউনে মিমি চললেন বান্ধবীর বিয়েতে…

ওয়েব ডেস্ক: শুরু হয়েছে জোরদার প্রস্তুতি। বুধবারই সেই শুভ পরিণয়ের দিন।

এতক্ষণে নিশ্চই বুঝেই গিয়েছেন কার কথা বলছি।

বসিরহাটের সাংসদ ও টলিপাড়ার অভিনেত্রী নুসরত জাহানের কথা। পাত্র নিখিল জৈনের সঙ্গে সাতপাকে বাধা পড়তে চলেছে এই নায়িকা।

গতকালই বোদরুমে উড়ে গিয়েছেন নায়িকা। সঙ্গে আছে তাঁর গোটা পরিবারও। বোনের সঙ্গে একটা সেলফিও পোস্ট করেছেন নুসরত নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। বোদরুমের এক পাঁচ তারা হোটেল, সিক্স সেন্সেস কাপলাঙ্কায়ায় সেজেছে নুসরতের বিয়ের আসর। আগের থেকেই সেখানে পোঁছে গিয়েছে হবু দম্পতি, কাজ ঠিকঠাক হচ্ছে কিনা তা দেখার জন্য।

সুত্রের খবরে জানা গেছে, হোটেলের বাইরে নাকি কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন নুসরতের প্রিয় বন্ধু মিমিও।

বোদরুমে পৌঁছেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন হলুদ রঙের একটি গাউন পরে ছবি। বান্ধবীর বিয়েতে তিনিও সেজেগুজে একদম তৈরি। এখন বিয়ের ছবির জন্য অপেক্ষায় নুসরতের ভক্তরা।