ওয়েব ডেস্ক: অনীক থেকে অ্যানি হওয়ার যাত্রাপথ নেহাত মসৃণ ছিল না। শিক্ষকতা আর দাম্পত্য জীবন সামলে তৃতীয় লিঙ্গের বিশ্বসুন্দরীর মুকুট মাথায় তুলে নেওয়ার লড়াইয়ে নেমেছেন তিনি। জন্ম গ্রহণ করেছিলেন ছেলের পরিচয়ে, নিজের অদম্য মনোবল ও ডাক্তারদের চেষ্টায় অনীক আজ অ্যানি।
২০১৬-এর বর্ষবরনের রাতে একটি পার্টিতে ভাবি জীবন সঙ্গীকে খুঁজে পান। পরিচয় হয় জলপাইগুড়ির বাসিন্দা সাগ্নিক চক্রবর্তীর সঙ্গে।সাগ্নিকে নিজের জীবনের দীর্ঘ লড়াইয়ের কোন কথাই গোপন করেননি অ্যানি। সব শুনে অবশ্য সাগ্নিকও পিছিয়ে যাননি। ২০১৮সালে তাদের সম্পর্ক পরিনতি পায়।
পরিবারের সকলের সম্মতিতেই দুই প্রাপ্ত বয়ষ্ক যুগলের চার হাত এক হয়।
সেই থেকে সংসারের পাশাপাশি স্কুলে শিক্ষকতাও করেন অ্যানি। মডেলং-এর নেশা অনেক আগে থেকেই ছিল তাঁর।
সরাসরি দিল্লি থেকে প্রতিযোগিতার ডাক পেয়ে আর ফেরাতে পারেননি অ্যানি। তৃতীয় লিঙ্গের সুন্দরী প্রতিযোগীতায় সেরা ১২ এর মধ্যে উঠে আসে তার নাম। এখন তার লক্ষ্য ভারত সুন্দরীর খেতাব জয়ের।
আর সেটা একবার হাতের মুঠোয় নিয়ে আসতে পারলে নিজেকে বিশ্বের দরবারে মেলে ধরতে এগিয়ে যাবেন তিনি।
অ্যানি জানান, “বিয়ের আগে থেকেই আমি মডেলিং করতাম। পরে স্কুলে শিক্ষকতার পাশাপাশি মডেলিংও চালিয়ে যাই। জলপাইগুড়ির নয়াবস্তি অঞ্চলের বৌমাকে নিয়ে গোটা পরিবার এখন গর্বিত।