Date : 2024-04-30

এনআরএসকাণ্ডে সরব গোটা দেশ, প্রতিবাদে পথে চিকিৎসকরা…

ওয়েব ডেস্ক: এনআরএস কাণ্ডের আঁচ পড়ল রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যেও। সারা রাজ্য জুড়ে এনআরএস কাণ্ডের আঁচ পড়তে শুরু করেছে। এনআরএ কাণ্ডে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ালেন  AIIMS এর চিকিৎসক সংগঠন RDA।

বৃহস্পতিবার  প্রতিবাদ মিছিলের পর আজ AIIMS-এ কর্মবিরতি পালন করল ডাক্তাররা। শুধু দিল্লি নয়, বেঙ্গালরু এবং মুম্বইতেও এনআরএসকাণ্ডের আঁচ পড়ছে। ইতিমধ্যে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ১৭ জুন দেশ জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে IMA।

অভিনব প্রতিবাদে সামিলAIIMS এর ডাক্তাররা মাথায় হেলমেট পরে কাজ করেন বৃহস্পতিবার দিনভর। কারো কারো মাথায় আবার ব্যান্ডেজ করে প্রতীকী প্রতিবাদ চলছে AIIMS এ।

ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে দ্রুত সমস্যার সমাধানের জন্য আর্জি জানানো হয়েছে। AIIMS -এ ধিক্কার কর্মসূচী পালন করতে বেশ কয়েকজন ডাক্তারের প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ করেন।

তাতে লেখা রয়েছে, “আমরা কেউ জঙ্গি নই। আমরা ডাক্তার। আমরাই আপনাদের প্রাণ বাঁচাই। চিকিৎসক নিগ্রহ বন্ধ হোক। কলকাতার এনআরএস-এর চিকিৎসকদের পাশে রয়েছি আমরা।”