Date : 2021-02-25

নুসরতের ঈদের শুভেচ্ছা…

ওয়েব ডেস্ক: কিছুদিন আগেই লোকসভা ভোটে লক্ষাধিক ভোটে জিতেছেন নায়িকা।

তারপরই ঘোষণা করেছেন নিজের বিয়ের কথা।

তবে কয়েকমাস ধরেই রোজকার সংবাদ শিরোনামে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন এই নায়িকা।

আজ ঈদ। তারই শুভেচ্ছা জানালেন নুসরত তাঁর ইন্সটাগ্রামে। পোস্ট করলেন একটি ভিডিও।

তাতে সবাইকে ঈদের শুভেচ্ছা তো জানালেনই, তারই সঙ্গে সবাইকে জমিয়ে বিরিয়ানি খেতেও বললেন।

শুধু সবাইকে উপদেশই দেননি। এটাও জানালেন যে, আজ ডায়েটের কথা ভুলে তিনি নিজেও মাতবেন বিরিয়ানিতে।