Date : 2021-05-10

‘হোয়াইট ওয়েডিং’এ নুসরত-নিখিল…

ওয়েব ডেস্ক: দেখতে দেখতে কেটে গেল ২টো দিন। ১৯ তারিখ চারহাত এক হয়েছিল এই নবদম্পতির।

বিয়ের সমস্ত প্রথা মেনেই সাতপাকে বাধা পড়েছিলেন এই লাভ বার্ডস। তারা আর কেউ নন, নুসরত জাহান ও নিখিল জৈন। বৃহস্পতিবার হয়ে গেল তাদের আরেক ধাপ বিয়ের নিয়মও।

আবারও একে অপরের সঙ্গে জুড়ে গেলেন ওনারা, ‘হোয়াইট ওয়েডিং’-এর মাধ্যমে।

সেখানে নুসরতের পরনে ছিল দুধ সাদা গাউন। তাঁকে দেখে মনে হচ্ছিল সাক্ষাত পরি নেমে এসেছে বোদরুমের বুকে।

নুসরতের সাজের সঙ্গে মানানসই ড্রেস ছিল পাত্রেরও। সেদিন নিখিল পরেছিলেন কালো স্যুট। হাঁটু গেড়ে বসে আরও আরেকবার নববধু ও তাঁর প্রেমিকাকে প্রপোজ করতেও দেখা যায় নুসরতের রোম্যান্টিক বরকে।

শুধু এটাই নয়। প্রকাশ্যে এসেছে তাঁদের সঙ্গীতের দিনের কিছু ছবিও। যেখানে নুসরত ও নিখিলকে দেখা গেছে নাচতে। সঙ্গে আছেন নুসরতের প্রিয় বন্ধু মিমিও। 

জাস্ট ম্যারিড তকমা নিয়ে দুটিতে দেশে ফিরবে ও সারবে আইনি বিয়ে। ৪ই জুলাই কলকাতায় রিসেপশনের পর তাঁরা উড়ে যাবে ইউরোপে মধুচন্দ্রিমায়।