Date : 2024-03-29

সপ্তদশ লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা

ওয়েব ডেস্ক: ১৭ তম লোকসভা নির্বাচনে নব গঠিত লোকসভায় স্পিকার নির্বাচিত হলেন রাজস্থানের কোটার বিজেপি সাংসদ ওম বিড়লা। এদিন সংসদে স্পিকার হিসাবে ওম বিড়লার নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশনে স্পিকার হিসাবে তাঁকে সমর্থন জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বিরোধীপক্ষের তরফেও কোন প্রতিদ্বন্দ্বী দাঁড় করানো হয়নি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সংসদ স্পিকার হিসাবে নির্বাচিত হলেন বিজেপি সাংসদ ওম বিড়লা।

এদিন সংসদে ওম বিড়লার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিকেলেই স্পিকার পদে মনোনয়ন জমা দেন রাজস্থানের কোটা-বুন্দির বিজেপি সাংসদ ওম বিড়লা। এনডিএ-র জয়লাভ করা ৩৫৪টি আসনের মধ্যে ৩০৩টি আসন পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে সরকার গঠন করেছে বিজেপি।

তাই স্পিকার হিসাবে ওম বিড়লার নির্বাচিত হওয়া ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। ছাত্রনেতা হিসাবে নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন ওম বিড়লা। পর পর তিনবার রাজস্থানের কোটা-বুন্দির সাংসদ নির্বাচিত হওয়ার পর এবার তাঁর কাঁধে ১৭তম লোকসভা পরিচালনা করার নতুন দায়িত্ব এলো। তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা মোদীর নব গঠিত মন্ত্রীসভার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ঘনিষ্ঠ বলেও পরিচিত।