ওয়েব ডেস্ক: পেশা বদল করলেন প্রিয়াঙ্কা চোপড়া?
অভিনয় থেকে সোজা লাইফ লেসনস দিচ্ছেন আজকাল পিগি চোপস।
না এরকম কোনো ঘটনাই ঘটেনি। সম্প্রতি একটি ম্যাগাজিনের বিজ্ঞাপনের জন্য তাঁকে দেখা গেল ৫টি লাইফ লেসনস দিতে।
নিজেই পোস্ট করলেন সেই ভিডিও। ক্যাপশনে লিখলেন, “5 life lessons with yours truly (I’m so funny) haha”।
কিছুদিন আগে ভাইরাল হয় প্রিয়াঙ্কা চোপড়ার ব্যকলেস লুকে শাড়ি পড়ে নাচ করার একটি ভিডিও।
সৌজন্যে- InStyle
এই ম্যাগাজিনের শুটের জন্যই যে অমন লুক নিয়েছিলেন নায়িকা তা এবার বোঝা গেল। জীবনের বেশ কিছু দামী জ্ঞান পেতে চাইলে আপনিও দেখে নিন সেই ভিডিওটি।