ওয়েব ডেস্ক: “লাইফ হো তো অ্যাইসি”। বিয়ে হতে চলেছে দেওরের। সেই জন্য পার্টি থ্রো করল জোনাস কাপল। এই জোনাস কাপল তো সবারই চেনা নিশ্চই।
নিক-প্রিয়াঙ্কা। এই যুগল রোজই কোনো না কারণে শিরোনামে থাকবেনই। নিক জোনাসের ভাই জোয়ি জোনাসের বিয়ে সামনেই।
সেই জন্যই গত সোমবার প্যারিসে ইয়ট পার্টিতে দেখা গেল পুরো জোনাস পরিবারকেই। সেখানে প্রিয়াঙ্কা নিক জোনাস ও জোয়ি জোনাস এবং তাঁর হবু বউ সোফি টার্নারেরও দেখা মিলল। পাপারাৎজিদের ক্যামেরা পৌঁছে গিয়েছিল সেখানেও।
ইয়টে দেখা গেল প্রিয়াঙ্কাকে নিকের কোলে বসে থাকতে। শুধু তাই নয়, হাতে গ্লাস নিয়ে নিককে প্রিয়াঙ্কার কোমড় জড়িয়ে নাচতেও দেখা গেল। প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতিই শেষ করেছেন স্কাই ইজ ব্লু-এর শুটিং।
শুটিং শেষেই একটুও দেরী করে উড়ে গিয়েছেন বরের কাছে। পিগি চোপসের হাতে এর পর কি সিনেমা আছে তা এখনও জানা যায়নি।