ওয়েব ডেস্ক: জৈষ্ঠের দাবদাহে দম বন্ধ করা পরিবেশ। দুপুর গড়াতেই রাস্তায় বেরনোর উপায় নেই। শরীর যেন জ্বলে পুড়ে যাচ্ছে। গুগল ওয়েদার ৩৬ ডিগ্রি দেখালেও শহরের তাপমাত্রা সহ্যের বাইরে যাচ্ছে দিন দিন।জেলার ছবিটাও আলাদা নয় বরং জেলায় তাপমাত্রা ৪০ ছাড়িয়েছে। বৃষ্টির আশায় দিন গুনছে শহরের মানুষ, কিন্তু বৃষ্টির দেখা নেই। বেশ কিছুদিন ধরেই দক্ষিণবঙ্গের আকাশ থেকে মুখ ফিরিয়েছে বৃষ্টি। শনিবার সকালও ৩৫ ডিগ্রি তাপমাত্রায় জ্বলছে শহর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এবার স্বস্তির নিশ্বাঃস ফেলতে চলেছে নগরবাসী।
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। শনিবার সকাল থেকেই বাতাসে আর্দ্রতার পরিমান বেশি থাকায় অস্বস্তি বজায় ছিল। বিকেলের দিকে মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও রাতের দিকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে শহরে, এমনটাই সূত্রের খবর। চলতি বছর বর্ষার নির্ধারিত সময়ের থেকে দেরিতে আসবে বলে জানিয়েছে দিল্লি মৌসম ভবন।উল্লেখ্য, বিহারের উপর সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে একটি নিম্নচাপ অক্ষরেখা সৃষ্টি হয়েছে গাঙ্গেয় উপকূলের উপর।
এর জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।বৃষ্টির ফলে শহরে সাময়িক স্বস্তি মিললেও এখনই কমবে না তাপমাত্রা ।
পাশাপাশি রাজ্যে প্রাক্ বর্ষার বৃষ্টির কোন পূর্বাভাস দিতে পারেনি হাওয়া অফিস। উত্তরের জেলাগুলিতে সামান্য বৃষ্টিপাত শুরু হলেও আপাতত সপ্তাহ খানেক দক্ষিণে দহন বজায় থাকবে বলেই হাওয়া অফিসের মত।