ওয়েব ডেস্ক: অনেক দিন পর পর্দায় ঝড় তুলতে চলেছে এক নায়িকা। তিনি এমন একজন ব্যাক্তিত্ব যাকে নিয়ে বিতর্কের শেষ নেই। তাঁর পরিচিতিটাই এমন যে সারা বলিউড ওনাকে সমঝে চলে। তিনি আর কেউ নন, রাখি সাওয়ান্ত। আবারও বলিউড কাঁপাতে আসছেন তিনি একটি আইটেম সং নিয়ে। এটি কোনো সিনেমার গান নয়।
মন্দাকিনী বোরা নামক একজন গায়িকার গানের তালেই তাল মেলাতে দেখা যাবে রাখিকে। গানটটির নাম, “ছপ্পন ছুড়ি”। এই ভিডিওতে দেখা মিলবে অমিতাভ বচ্চন ও শত্রুঘ্ন সিনহার ডুপ্লিকেটদেরও। কিছুদিন আগেই হয়ে গেল এই গানটির শুটিং। তারই একটা ক্লিপিং আপনাদের জন্য আর প্লাস ওয়েবের পেজে।