Date : 2023-12-11

মাঠ দাপালেন রনবীর সিং, পোস্ট করলেন ছবি…

ওয়েব ডেস্ক: এই নায়কের উদ্দিপনা সবসময়ই তুঙ্গে থাকে।

কখনও অদ্ভুত পোশাক, কখনও বা পাগলের মতো নানা কাজকর্ম, সবসময়ই শিরোনামে চোখে পড়ে এঁনার নাম।

আর নিশ্চই বুঝতে অসুবিধা নেই কার কথা বলা হচ্ছে।

বলিউডে একজনই এমন আছে যার পাগলামি নজর কাড়ে সকলেরই, তিনি হলেন রনবীর সিং।

গত রবিবার ভারতে বনাম পাকিস্তানের খেলায় মাঠে দেখতে পাওয়া গেল রনবীরকে। যাথারীতি এখানেও অন্যথা হয়নি সিং-এর পাগলামির। তাঁর পোশাকের বহর দেখা গেল এই দিনও। সবার সঙ্গে ছবি তুলে পোস্ট করলেন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে।

বিরাট কোহলি, হার্দিক পান্ডে, হরভজন সিং, রাহুল থেকে শুরু করে দেখা মিলল সচিন, সহবাগ ও সৌরভেরও। সৌরভ গাঙ্গুলির সঙ্গে পোস্ট করা ছবিটিতে আবার ক্যাপশনও দিলেন, “দাদা আমি তোমায় ভালোবাসি”।

অর্থাৎ বোঝাই যাচ্ছে সেদিন মাঠে ভারত পাকিস্তানকে গো হারা হারালেও আসল মাঠটা কিন্তু কাঁপিয়েছেন রনবীরই।