ওয়েব ডেস্ক: কান পাতলেই শোনা যায় এই যুগলের সম্পর্কে গুঞ্জন।
যদিও নিজে মুখে কোনোদিনই স্বীকার করেননি ওনারা। টলিপাড়ায় এই দুজনের প্রেম অনেকের কাছেই এক স্বপ্নের মতো।
এতক্ষণে নিশ্চই বুঝতেই পেরে গিয়েছেন কাদের কথা বলা হচ্ছে। দেব ও রুক্মিনী। এই মাসের ২৬ তারিখ জন্মদিন এই মডেল।
সেই জন্য দুটিতে মিলে গুটি গুটি পাড়ি দিয়েছেন মালদ্বীপে। তবে শুধুই যে ঘোরাটাই আসল উদ্দেশ্য তা কিন্তু নয়।
এই ফাঁকে দেব-রুক্মিনার পরবর্তী ছবি পাসওয়ার্ড এর রেইকিও নাকি সেরে নিচ্ছেন বলে জানা যাচ্ছে সুত্রের খবরে।
রুক্মিনী তাঁর জন্মদিন নিয়ে যে খুবই উত্তেজিত তা তো রুক্মিনীর ইন্সটাগ্রাম পোস্ট দেখেই বোঝা যাচ্ছে।
সেখানে বিচের ধারে বসে পোজ দিয়ে ছবি তোলা তো হচ্ছেই। সঙ্গে করেছেন স্কুবা ডাইভিংও। তার ছবি ও ভিডিও পোস্ট করলেন, ক্যাপশনে লিখলেন, “SCUBA-DOOBY-DO! #BirthdayMonth #BeachBaby#BeachBum ❤”।
প্রায় এক সপ্তাহ থেকেই দেশের বাইরে এই সিক্রেট লাভ বার্ডস। নিজের জন্মদিনটা যে এবার মাদলদ্বীপেই কাটিয়ে আসবেন তা বেশ বোঝা যাচ্ছে।
নিজেদের সম্পর্ক নিয়ে দেব-রুক্মিনী নিজে মুখে কিছু না বললেও, নিজেদের “প্রিয় বন্ধু” হিসেবেই পরিচয় দেন তাঁরা। এই জুটির বিয়ে কবে করবে সেই আশা নিয়েই বসে এখন ওনাদের ভক্তরা।