Date : 2023-10-02

সলমনের বয়স ৫৩ থেকে কমে হল ২০?…

ওয়েব ডেস্ক: মানুষের বয়স তো বাড়ে বলেই শোনা যায়। কমে তো না।

যদিও ঝাঁ চকচকে বিনো-দুনিয়ায় অভিনেতাদের দেখে বয়স বোঝা মুশকিল।

তা বলে ৫৩ থেকে সোজা ২০? এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না?

সলমন খানের পরের ছবি ডাবাং ৩ তে ওনাকে দেখা যাবে একজন ২০ বছর বয়সির চরিত্রে। ছবির গল্পে ফ্ল্যাশব্যাকে দেখানো হবে বছর ২০র সলমনকে। তবে এই সিকুয়েলে থাকছে না সোনাক্ষী সিনহা।

তাঁর যায়গায় থাকবে অন্য এক নায়িকা। তবে তিনি কে সেটা এখনও জানা যায়নি। তবে বেশ কিছুদিন ধরেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ওয়ার্ক আউটের ভিডিও শেয়ার করছেন ভাইজান।

এই ছবির জন্যই চলছে জোরদার জিম সেশন। তার মধ্যে আবার শেয়ার করেছেন সুইমিং পুলে ডিগবাজি খাওয়ার ভিডিওও।

বেশ বোঝা যাচ্ছে ডাবাং ৩-এর প্রস্তুতি নিয়ে জোরদার কাজ চলছে।