ওয়েব ডেস্ক: প্রতি বছরের মতো এই বছরেও নিয়মের অন্যথা হল না। বাদশাহ তাঁর বাদশাহী মহল থেকে ঈদের দিন দেখা দিলেন ভক্তদের। প্রতিবছরের মতো এবছরেও অপেক্ষায় ছেদ পড়েনি। এই বছরও ঈদের দিন দূরদূরান্ত থেকে মন্নতের সামনে হাজির হয়েছিলেন হাজার হাজার মানুষ।
কেবল একবার তাদের প্রিয় অভিনেতাকে দেখার আশায়। তবে শাহরুখ তাঁর ফ্যানেদের কোনোদিন খালি হাতে ফেরাননি, ইদের দিনও তার ব্যতিক্রম হল না। কোলে ছোট্ট আব্রামকে নিয়ে হাজির হলেন মন্নতের কালো গ্রিলে ঘেরা সেই বিখ্যাত ব্যালকনিতে।
যেখানে শাহরুখ তাঁর জন্মদিন থেকে শুরু করে, সমস্ত উৎসবে নিজের আনন্দের মুহুর্তগুলো ভাগ করে নেন তাঁর ভক্তদের সঙ্গে। ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ালেন, তার সেই বিশ্ব বিখ্যাত পোজে দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে ভক্তদের মনস্কামনা পূর্ণ করলেন।
তবে শুধু তাই নয়, নিজের ফ্যানদের সঙ্গে একটি ভিডিও করে তা পোস্ট করলেন ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। সঙ্গে শাহরুখ খানের অতিথি হিসেবে দেখা গেল ডেভিড লেটারম্যানকেও। তবে ইদের মতো এক বিশেষ দিনে প্রিয় অভিনেতার দেখা পেয়ে বেজায় খুশি ভক্তরা।