Date : 2024-04-26

স্মৃতির পথে শান্তিনিকেতনের “পৌষমেলা”…

ওয়েব ডেস্ক: ঐতিহ্যে ফাটল, চলতি বছর থেকেই বন্ধ হয়ে যেতে পারে শান্তিনিকেতনের শতাব্দীপ্রাচীন পৌষমেলা।তবে পৌষ উৎসব অর্থাৎ উপাসনা, পরলোকগত আশ্রমিকদের স্মরণ, মহর্ষি স্মারক বক্তৃতা, প্রতিষ্ঠা বার্ষিকী পালন, সমাবর্তন, খ্রিস্টোৎসব ইত্যাদি চলবে আগের মতোই যথাযোগ্য মর্যাদায়।

মঙ্গলবার একটি বিবৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে পৌষমেলা পরিচালনার দায়িত্ব থেকে তারা সরে যেতে চান। তবে হঠাৎ কেন এই সিদ্ধান্ত? প্রসঙ্গত, পৌষমেলার কারণে ব্যাপক পরিবেশ দূষণ হচ্ছে এবং দূষণ রোধে কোনও কার্ষকরী ভূমিকা নেওয়া হচ্ছে না উদ্যোক্তাদের তরফে এই মর্মে, ২০১৫ সালে পরিবেশ আদালতে মামলা দায়ের করেন পরিবেশকর্মী সুভাষ দত্ত ৷

সুপ্রিম কোর্টে এই মামলা লড়তে গেলে বিশ্বভারতীর প্রয়োজন লক্ষ লক্ষ টাকা, যা এই মুহূর্তে বিশ্বভারতীয় কোষাগারে নেই। তাই পিছিয়ে আসা ছাড়া উপায় নেই বলেই এই সিদ্ধান্ত এমনটাই জানা গিয়েছে। তবে বাধ্যতামৃলক এই সিদ্ধান্তের কথা জানিয়ে দুঃখপ্রকাশ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।