Date : 2024-04-26

এনআরএস-এর পাশে এবার স্বস্তিকাও…

ওয়েব ডেস্ক: রোগী মৃত্যুর জেরে সোমবার তুমুল সংঘর্ষ ছড়ায় এনআরএস হাসপাতালে। এনআরএস-এর জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়ের উপর বর্বরোচিত আক্রমণের ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজগুলি। এনআরএস-এর গেট বন্ধ করে কর্মবিরতিতে বসে জুনিয়র ডাক্তাররা। প্রতিবাদে সামিল হয় সিনিয়ররাও।

ঘটনার জেরে কার্যত ভেঙে পড়ে রাজ্যের চিকিৎসা পরিষেবা। সোশ্যাল মিডিয়াতেও উঠেছে প্রতিবাদের ঝড়। জুনিয়র চিকিৎসকের উপর এধরনের হামলার প্রতিবাদে মুখ খুলেছেন অনেকেই। ইঁট ছুঁড়ে ইন্টার্ন পরিবহের মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানাতে বাদ জাননি টলিগঞ্জের তারকারাও। এনআরএস কান্ডে পাশে প্রায় এখন গোটা টলিপাড়া। এবার সেই তালিকায় যোগ দিলেন স্বস্তিকারও।

ট্যুইটারে লিখলেন, ‘NRS হাসপাতালের হিংসার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ডাক্তারদের ডাকা স্ট্রাইক কে আমার পূর্ণ সমর্থন’। এছাড়াও নিজের টুইটার হ্যান্ডেলে ঘটনার তীব্র ধিক্কার জানালেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও। লিখলেন, ”তোমায় চিনি না, তবু বলছি, দ্রুত ভালো হয়ে ওঠো তুমি। নাগরিক হিসেবে লজ্জিত লাগছে খুব। কার হয়ে জানি না, তবু ক্ষমাপ্রার্থী আমরা।আজকাল কোথাকার রাগ কোথায় প্রকাশ করছে মানুষ!!! ছিঃ!!!”

একই ভাবে ফেসবুকে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন টলিউডের জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন। তিনি লিখেছেন, “লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। বন্ধু পরিবহ মুখোপাধ্যায় তোমার দ্রুত আরোগ্য কামনা করি।”

প্রসঙ্গত, রোগী মৃত্যুর ঘটনায় সংঘর্ষে আহত জুনিয়র ডাক্তার পরিবহকে সোমবার রাতেই ইন্সস্টিটিউট অব নিউরো সায়েন্সে ভর্তি করা হয় আশঙ্কাজনক অবস্থায়। মঙ্গলবার তার মাথায় জটিল অস্ত্রোপচার হয়। আপাতত তিনি স্থিতিশীল হলেও তাঁকে ২৪ ঘন্টা পর্ষবেক্ষণে রাখা হয়েছে।