Date : 2023-09-22

হতে চলেছে ‘টিপ টিপ বরসা পানি’র রিমেক…

ওয়েব ডেস্ক: ‘মোহরা’ সিনেমার ‘টিপ টিপ বরসা পানি’ গানটার কথা নিশ্চই মনে আছে?

হলুদ শাড়ি পরে রবিনা টন্ডনের বৃষ্টিতে ভিজে উত্তেজনাপূর্ণ নাচের কথাও চাইলেই ভোলা সম্ভব নয়।

রবিনা টন্ডন ও অক্ষয় কুমার অভিনীত মোহরা ছবির এই গান যেন ভারতীয় গানের জগতে এক অন্য অভিধান গড়ে তুলেছিল।

সেই ঐত্যিহাসিক গানটির এবার রিমেক হতে চলেছে। অক্ষয় কুমার নিজেই তাঁর পরের সিনেমা ‘সুর্যবংশি’তে ব্যবহার করতে চলেছেন এই গানটি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ধন্যবাদ জানিয়েছেন রতন জৈনকে।

এবং লিখেছেন, ‘আমি খুবই কষ্ট পেতাম যদি আমি ছাড়া অন্য কোনো অভিনেতা এই গানটির রিমেক করত। টিপ টিপ বরসা পানি  গানটি আমার জীবনে, কেরিয়ারে এক অন্যতম জায়গা দখল করে আছে’।

রোহিত শেট্টি পরিচালিত ‘সুর্যবংশি’ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী বছর। ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কইফকে।