Date : 2024-04-19

বাড়বে গরম, রোস্ট হওয়ার হাত থেকে বাঁচতে খান প্রচুর জল…

ওয়েব ডেস্ক: কাঠফাটা রোদ্দুর আর প্যাচপ্যাচে গরমে রীতিমতো নাভিশ্বাস রাজ্যবাসীর। কেরলে বর্ষা এলেও এরাজ্যে বর্ষা প্রবেশের কোনও ইঙ্গিত দিচ্ছে না হাওয়া অফিস।

এই অবস্থায় রাজ্যবাসীর শঙ্কা আরও বাড়িয়ে হাওয়া অফিস সূত্রে খবর,কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আরও ২/৩ ডিগ্রি বাড়বে গরম।

কলকাতাসহ রাজ্যের ৯ জেলায় আগামী ৭২ ঘন্টা জারি থাকবে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।অন্যদিকে বাংলার ৬টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।এদিকে আরব সাগরে ঘণীভূত হয়েছে নিম্নচাপ, যা আরও বিলম্বিত করছে বঙ্গে বর্ষার আগমনকে।

এই প্রবল গরমের সঙ্গে ফাইট করতে খান প্রচুর জল, ফল, হালকা খাবার। অবশ্যই বাড়ির বাইরে বেরোলে পরুন ফুল হাতা জামাকাপড়। সঙ্গে নিতে ভুলবেন না ছাতা-সানগ্লাস, এমনই পরামর্শ চিকিৎসকদের।