ওয়েব ডেস্ক: পুরনো ক্ষত হঠাৎ জেগে উঠল কেন? প্রাক্তন তার বিয়েতে ডাকল না বলে এত রাগ? না অভিমান এই বলিউড স্টারের? আগামী সপ্তাহেই মুক্তি পেতে চলেছে কবির খান। তার প্রমোশনে আজকাল খুবই ব্যস্ত শাহিদ কপুর।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনই একটি কথা বললেন শাহিদ। শাহিদ-করিনার প্রেম নিয়ে সেই সময় চর্চা চলেছিল বহুদিন। তারপর হঠাৎই সইফ আলি খানকে বিয়ে করে নেন করিনা কপুর।
তবে বিয়েতে তাঁর প্রাক্তন শাহিদ কপুরকে ডাকেননি তিনি। এমনই বললেন শাহিদ। আবার প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও তাঁর বেশ কিছুদিন সম্পর্কের কানাঘুষো শোনা গিয়েছিল। অথচ মুম্বাইতে প্রিয়াঙ্কা ও নিকের বিয়ের রিসেপশনে ডেকেছিলেন প্রাক্তন প্রেমিক শাহিদকে। তবে এখনও এই বিষয় নিয়ে রেগে থাকার কারণটা বোঝা গেল না ঠিক!