Date : 2021-12-02

খুশির ঈদেও রক্তাক্ত পুলওয়ামা, মৃত ১

ওয়েব ডেস্ক: ফের উত্তপ্ত ভূ-স্বর্গ। খুশির ঈদেও রক্ত ঝরল পুলওয়ামায়। সন্ত্রাসবাদীদের গুলিতে মৃত্যু হল এক মহিলার। রক্তাক্ত জম্মু ও কাশ্মীর। পুলওয়ামায় সন্ত্রাসবাদীদের গুলিতে মৃত্যু হল এক মহিলার।গুরুতর আহত ১।

পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে পুলওয়ামায় নিগিনা বানো নামে এক মহিলার বাড়িতে জোর করে ঢুকে পড়ে কয়েকজন সন্ত্রাসবাদী। সেখানেই তারা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। গুলিতে প্রাণ হারান নিগিনা নামে ঐ মহিলা।

পাশাপাশি এই গুলিতে আহত হয়েছেন মহম্মদ সুলতান নামে এক ব্যক্তি। স্থানীয় একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন তিনি।