ওয়েব ডেস্ক : এয়ারটেলকে টপকে ভারতের দ্বিতীয় বৃহত্তম নেটওর্য়াকের তকমা নিজেদের ঝুলিতে ভরল জিও। মে মাস পর্যন্ত টেলিকম রেগুলেটরির নেওয়া তথ্যের হিসেব অনুযায়ী এয়ারটেলকে পিছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করেছে জিও।
তথ্য অনুযায়ী এপ্রিল থেকে মে মাস অবধি জিওর গ্রাহকের সংখ্যা বেড়েছে ৮২ লক্ষের কাছাকাছি।এবং সর্বমোট গ্রাহকের সংখ্যা ৩২ কোটি ৩০ লক্ষ।
মুকেশ আম্বানী পরিচালিত জিও ভারতে লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে পরিবর্তন এনেছিল টেলিকম দুনিয়ায়।বিশেষ করে নেটজগতে এনেছিল ব্যপক পরিবর্তন।যা প্রতিযোগীতায় নিরিখে অন্যান্য সংস্থাকে বাধ্য করিয়েছিল গ্রাহকদের বিভিন্ন সুযোগ দিতে।
তবে জিও, এয়ারটেলকে ছাড়িয়ে প্রথম স্থানে রয়েছে ভোডাফোন এবং আইডিয়ার যৌথ সংস্থা।তাদের সর্বমোট গ্রাহকের সংখ্যা ৩৮ কোটির কাছাকাছি।