Date : 2024-07-15

৯১ বছর বয়সি ‘ঝাড়বাতি’কে বিয়ে করলেন বছর ৩৩-এর এই মহিলা…

ওয়েব ডেস্ক: পাত্রের বয়স ৯১, পাত্রী মাত্র ৩৩। যদিও বয়সটা কোনও ব্যাপারই নয় যদি ভালোবাসা থাকে। আর সেটা আছে ভরপুর।

নাহলে কি এতো বয়সের ফারাক থাকলেও একই বন্ধনে বাধা পড়তে পারে দুটিতে?

সেই ৯১ বছর বয়সি পাত্রটি আর কেউ নন, আসলে একটি ঝাড়বাতি।

সেটিকেই বিয়ে করতে চলেছে ইউ.কে.বাসি বছর ৩৩এর এই অ্যামান্ডা।

বস্তু বিশেষের উপর আকৃষ্ট হন তিনি। ১৪ বছর বয়সে একটি ড্রামের প্রতি আকৃষ্ট হয়েছিলেন তিনি। ঠিক তেমনই এখন এই ঝাড়বাতিটির প্রেমে পড়ে অ্যামান্ডা ঠিকই করে নিয়েছেন যে এটাকে বিয়ে করবেন।

তবে এখানেই শেষ নয়। সেই ঝাড়বাতিটির সঙ্গে সেরে ফেলেছেন বাগদানও। এবং একটি ট্যাটুও করে নিয়েছেন সেই ঝাড়বাতির। তার নাম দিয়েছে লুমিয়ের।

অ্যামান্ডা যে আসলে মানসিকভাবে অসুস্থ সেই দিকে কেউ আদৌ খেয়াল করেছে কিনা তা বোঝা মুশকিল। ঘটনাটি শুনতে মজার মনে হলেও আসলে অ্যামান্ডার যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসার প্রয়োজন।