ওয়েব ডেস্ক: একজন মানুষ অনেকসময়ই বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থাকেন। কেউ শুধুই বেশি টাকা রোজগারের জন্য করেন, কেউ আবার কেবল করতে ভালো লাগে বলেই করেন।
এখনও এমন কিছু মানুষ আছেন যাঁরা নিজের আগেও শুধুই অন্যের ভালোর জন্য ভাবেন।
দিল্লির বুকেই আছে একজন মানুষ যিনি আসলে একজন ট্রাফিক পুলিশ, অথচ রোজ ডিউটি শেষ হলে সে বেরোয় মানুষের সাহায্য করার উদ্দেশ্যে।
ঠিক এই কারণ বশতই ৭৬ বছর বয়সী হরজিন্দর সিং কিনেছেন একটি অটো। যেটি নিয়ে তিনি ডিউটির শেষে ঘুরে বেড়ান সারা দিল্লির বুকে।
বিশেষত দুর্ঘটনা প্রবণ এলাকাগুলিতে। তাঁর অটোকে অ্যাম্বুলেন্স বলেই জাহির করেন সিং-সাব। এতো বছরের ট্রাফিক পুলিশের চাকরিতে তিনি সাক্ষী থেকেছেন ভিন্নরকম ঘটনার।
আরও পড়ুন : স্বামীর মৃত্যুর পর পাহাড়ের কোলে জন্ম “জোশ ক্যাফে”র, কতোটা কঠিন ছিল দীপ্তির যাত্রাটা?…
এমন কি তিনি অনেকবার মানুষকে অসুস্থ হয়ে বা কোনো দুর্ঘটনার স্বীকার হয়ে সাংঘাতিক বিপদের সম্মুখিন হতেও দেখেছেন।
এইগুলি বছরের পর বছর দেখতে দেখতে তাঁর মনে হয়েছে যে যদি তিনি মানুষের জন্য কিছু করতে পারে, তাতে অনন্ত একজন হলেও যদি চিকিৎসা তাড়াতাড়ি দিতে পারে।
তাই কোনো মানুষ অসুস্থ হয়ে তাঁর কাছে এলে বিনা খরচেই যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে দেন নিকটবর্তী হাসপাতালে।
তবে শুধু এটাই নয়, তাঁর সঙ্গে অটোটেই সর্বক্ষণ উপস্থিত থাকে ফার্স্ট এইড কিট। যাতে ছোটোখাটো কোনো বিপদে তিনি নিজেই সরাসরি মানুষের কাজে আসতে পারেন।