ওয়েব ডেস্ক: ভালো মানুষের খোঁজ পাওয়া “মুশকিলই নয়, না মুম্বকিন”ও বটে। তবে একেবারেই যে পাওয়া যায়না সে কথা কিন্তু ভুল।
গল্পটা ইউ.এস.এ-র ইওয়া শহরবাসী এক ভদ্রলোক, নাম ডালে স্ক্রোএডের (Dale Schroeder)।
পেশায় একজন কাঠের মিস্ত্রি।৮৬ বছর বয়সী সেই বৃদ্ধ জমিয়ে রেখেছেন ৩ মিলিয়ন যা ভারতীয় মুদ্রায় ২০ কোটি টাকা। মৃত্যুর আগে তা দান করে দিয়ে গেছেন ৩৩জন অপরিচিত ছেলে-মেয়েদের জন্য।
যাতে তারা কলেজ শেষ করতে পারে। ২০০৫ সালে এসে যখন ডালে স্ক্রোএডের (Dale Schroeder) তার উকিল স্টিভ নিয়েলসনকে এই কথাটি জানায়, ৩ মিলিয়ন ডলার দান করবেন শুনে চক্ষু চড়ক গাছ হয় তাঁর।
ডালে স্ক্রোএডের (Dale Schroeder) তাঁর উকিলকে বলেন একটি স্কলারশিপের ব্যবস্থা করে দেওয়ার জন্য। যাতে সেই ৩৩ জনকে টাকার অভাবে পড়াশোনাটা না ছেড়ে দিতে হয়। ডালে স্ক্রোএডের (Dale Schroeder) নিজেও কোনোদিন সযোগ পাননি কলেজে যাওয়ার।
সেই কারণেই এমন একটি উদ্যোগ। পরিবার বলতে তেমন কেউই নেই এই ভদ্রলোকের। তিনি মারা যান ২০০৫ সালে। রেখে যান এক জোড়া প্যান্ট, একটি ভাঙা ছোটো গাড়ি ও ইওয়াবাসী ছেলেমেয়েদের জন্য এই ফান্ডটি। কিছু দিন আগেই পাশ করেছে সেই ৩৩জন। তারা সবাই নিজেদের “ডালেস কিডস” বলে পরিচয় দেন।