Date : 2022-01-20

গল্পের গরু এবার খেলল ফুটবল, দেখুন ভিডিও…

ওয়েব ডেস্ক: গল্পের গরু যে গাছে ওঠে সে কথা আগেও শুনেছেন।

কিন্তু সেই গরু যে আবার ফুটবল খেলতে পারে সে কথা কি কোনোদিন শুনেছেন? গোয়ার মার্দোল নামক একটি জায়গায় কয়েকটি ছেলে মিলে ফুটবল খেলছিল। হঠাৎ সেই মাঠের মাঝে এসে পড়ে একটি গরু।

খেলতে খেলতে ভুল করে ফুটবলটি তার কাছে চলে গেলে সে নিজের সামনের ও পেছনের সমস্ত পায়ের সহযোগে বেশ আয়েস করে খেলতে শুরু করে।  যতবারই চেষ্টা করা হয় ফুটবলটি তার কাছ থেকে নিয়ে নিতে, ততবারই গরুটি আবার উদ্যত হচ্ছে বলটিকে নিয়ে খেলার জন্য।

এরকমভাবে বেশ কিছুক্ষণ কাটানোর পর যখন কায়েদা করে ছেলেগুলি গরুটির থেকে বলটি নিয়ে নেয় তারপরও সে ছুটতে থাকে বলের পেছনেই। ছেলেগুলি বলটিকে যেদিকেই থ্রো করে সেদিকেই ছুটে যায় সেও।

এই ভিডিওটি বেশকিছুদিন যাবৎ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভিডিওটিতে গরুটির কাযকর্ম দেখে নেটিজেনরা হেসে কুপোকাত। আপনিও দেখে নিন সেই ভিডিও।