Date : 2021-04-15

সাবান মেখে ইঁদুরের দেদার স্নান, দেখুন ভিডিও…

ওয়েব ডেস্ক: কোনোদিন দেখেছেন একটা ইঁদুরকে স্নান করতে?

তাও আবার যে সে ভাবে নয়।

একদম মানুষের মতোই সাবান মেখে জলের তলায় দাঁড়িয়ে স্নান করতে?

নেটদুনিয়ায় ভাইরাল হল এমনই একটি ভিডিও।

#Newsrplus_Biswas_Abiswas

পৃথিবীর নানান বিস্ময়কর ঘটনা নিয়ে তৈরি বিশেষ অনুষ্ঠান 'বিশ্বাস অবিশ্বাস' দেখুন আজ রাত ১০ টায় শুধুমাত্র Rplus এ।

Posted by RPLUS News on Monday, July 22, 2019

যেখানে একটি ইঁদুরকে দেখা গেল স্নান করতে। তাও আবার সাবান মেখে, গা হাত পা ভালো করে ডলতেও দেখা গেল।

একদম মানুষের মতো যেভাবে স্নান করতে দেখা গেল ছোট্ট ইঁদুরটিকে, সেটা অবাক হয়ে দেখার মতোই।

#Newsrplus #Ranakhetra

কাটমানির বদলা এবার ব্ল্যাকমানি, ব্যালট ফেরানোর দাবি নিয়ে বিজেপি কি বলছে ? দেখুন 'কাট বনাম ব্ল্যাক' রণক্ষেত্রে আজ রাত ৮.৩০ শুধুমাত্র Rplus এ।

Posted by RPLUS News on Sunday, July 21, 2019

ট্যুইটারে ভাইরাল হয়েছে এটি। প্রচুর মানুষ শেয়ারও করেছে এই অদ্ভুত ভিডিওটি। ছোটো থেকে বড় সবাইই।

কোথায় এই ইঁদুরটির ভিডিও তোলা হয়েছে তা এখনও বোঝা যায়নি। তবে তাকে দেখে খোরাকের শেষ নেই। কেউ কেউ বলছে কোনো মানুষই ইঁদুরটিকে ওইভাবে স্নান করিয়েছে, আবার কারোর বক্তব্য ইঁদুরটি সত্যিই নিজে নিজে স্নান করছে।

তবে সত্যি কি তা জানা না থাকলেও, হাসির খোরাক বেশ মেলে এই ভিডিওটি দেখলে।