ওয়েব ডেস্ক: আসামের প্রায় ১.৫ লাখেরও বেশি মানুষকে আসামের ৪২৭টি রিলিফ ক্যাম্পে আনার ব্যবস্থা করা হয়েছে।
তবে এখনও বিপদসীমা অতিক্রম করতে পারেনি প্রায় ৫৭ লাখেরও বেশি মানুষ।
তাঁরা এখনও আসামের বাইরের জায়গাগুলিতে নিজেদের বাড়িতেই কোনোরকমে দিন কাটাচ্ছেন বন্যাকে উপেক্ষা করে।
আসামের বন্যায় এখনও পর্যন্ত সরকারি সমিক্ষায় মৃত প্রায় ৩০ জন।
রিলিফ ক্যাম্পে খাওয়া বলতে সেদ্ধ ভাত ও নোংরা জল। ক্যাম্পগুলিতে ইতিমধ্যেই প্রচুর লোক হয়ে যাওয়ায় কম পড়ছে খাবার।
এখানে আছে প্রায় ৩০০টিরও বেশি শিশু, কিন্তু সেই পরিমাণে নেই বেবিফুড। এছাড়াও গর্ভবতী মহিলাদেরও খেয়াল রাখার মধ্য দিয়ে অসুবিধার সম্মুখিন হচ্ছে এই ক্যাম্পগুলি।
তবে বন্যাস্থলগুলতে ইতিমধ্যেই গিয়ে পোঁছেছে ন্যাশনাল ডিসাস্টার রেসপন্স ফোর্স। উদ্ধার করেছে প্রায় ১৪,৫৮০ লোক। এছাড়াও মোতায়েন হয়েছে ৪২৭ বোট। শুধু মানুষেরাই নয়, চরম বিপদের মুখে আসামের কাজিরাঙা পার্কের পশুরাও।
গত বুধবার মারা গেছে বেশ কয়েকটি গণ্ডার। প্রায় ৯০ ভাগ কাজিরাঙার সব পশুদের অন্য কোথাও সরিয়ে দেওয়া হয়েছে।
জলস্তর কমে গেলে আবার তাদের ফিরিয়ে দেওয়া হবে জঙ্গলে। দেশের এতো খারাপ একটি অবস্থায় আবারও এগিয়ে এসেছেন অভিনেতা অক্ষয় কুমার।
তিনি প্রতিটি সরকারি রিলিফ ফান্ডের জন্য দিয়েছেন ১ কোটি টাকা। সে কথা জানিয়েছেন নিজের ট্যুইটার হ্যান্ডেলে। এছাড়াও এগিয়ে এসেছে আরও অনেক বলিউড তারকারা। প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে দিয়া মির্জা প্রভৃতি।
আপনিও যদি আসামের বন্যায় কিছু সাহায্য করতে চান, এই লিঙ্কে গিয়ে করতে পারবেন। https://cm.assam.gov.in/relieffund.php https://donate.oxfamindia.org/assam-floods-2018