Date : 2024-04-20

অবশেষে পাশ হল তিন তালাক বিল…

ওয়েব ডেস্ক: অবশেষে রাজ্যসভায় পাশ হল তিন তালাক বিল।

গতকাল মঙ্গলবার রাজ্যসভায় মুসলিম মহিলাদের পক্ষে এই আইন পাশের খবরে খুশির জোয়ার এনেছে মুসলিম মহিলাদের মধ্যে।

এবার থেকে তিন তালাক দেশে একটি অপরাধ। এই আইন ভঙ্গ করলে ভবিষ্যতে সেই স্বামীর হতে পারে ৩ বছরের জেলও।

এইদিন রাজ্যসভায় বিলটির পক্ষে রায় দিয়েছেন ৯৯ জন এবং বিপক্ষে ছিলেন ৮৪ জন। বিজেপি সরকার এই বিলের মধ্যে আরও অনেক সুবিধা আনতে চলেছে। মুসলিম মহিলাদের সামাজিক, আর্থিক ও সাংবিধানিক ক্ষমতা দেওয়ার কারণেই আসলে এই বিল পাশ।

এই বিল পাশের পরেই প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন, ‘অবশেষে মধ্যযুগীয় একটা প্রথাকে ইতিহাসের আঁস্তাকুড়ে ছুড়ে ফেলা গেল। তিন তালাকে ভুক্তভোগী সেই সব সাহসী মহিলাদের সেলাম।’ তবে এই বিল নিয়ে বিরোধি পক্ষের নানা দাবি। তবুও সব বাধা পেরিয়ে মুসলিম মহিলাদের অধিকার রক্ষায় তৈরি ‘জয়েন্ট মুভমেন্ট কমিটি’ এই বিল পাশকে নিজেদের আন্দোলনের জয় বলেই মনে করছে।